২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

বিশ্বকাপের বদৌলতে ভারতের আয় ১.৩৯ বিলিয়ন ডলার!

মিরর স্পোর্টস : গত বছর অক্টোবর-নভেম্বরে ভারতে হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে স্বাগতিকরা হেরে গেলেও এই টুর্নামেন্টের কল্যাণে ১.৩৯ বিলিয়ন ডলার আয় করেছে ভারত। দেশটির মুদ্রায় যা ১১ হাজার ৬৩৭ কোটি টাকা! ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার একটি অর্থনৈতিক রিপোর্ট প্রকাশ করে এই তথ্য জানিয়েছে।

বিশ্বকাপ ঘিরে নানান ক্ষেত্র থেকে এই বিশাল অঙ্কের আয় করেছে ভারত। অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলায় এই আসরকে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় উল্লেখ করেছে আইসিসি। সংস্থাটির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘ক্রিকেটের অর্থনৈতিক শক্তি প্রদর্শন করেছে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ভারত এই আসর থেকে আয় করেছে ১.৩৯ বিলিয়ন ডলার।’

তিনি আরও বলেছেন, ‘হাজারও কর্মক্ষেত্র তৈরি করেছে এই ইভেন্ট এবং ভারতকে প্রধান পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেছে। এই বিষয়গুলো প্রমাণ করেছে যে আইসিসি ইভেন্ট শুধু ভক্তদেরই সম্পৃক্ত করে না, আমাদের আয়োজক দেশগুলোর অর্থনীতিতেও বিরাট অবদান রাখে।’

বিশ্বকাপ চলাকালে ভারতের সবচেয়ে বেশি আয় হয়েছে পর্যটনখাত থেকে। ওই রিপোর্ট জানিয়েছে, শুধু পর্যটন থেকে ৮৬১.৪ মিলিয়ন ডলার এসেছে। দেশের ও বিদেশের পর্যটকরা খেলা দেখতে এসে ভ্রমণ করেছেন ১০টি ভেন্যুর শহরে।

এছাড়া খাবার, বাসস্থান, পরিবহন ও পানীয় থেকে আয় হয়েছে ৫১৫.৭ মিলিয়ন ডলার।

বিশ্বকাপ উপলক্ষে ওই সময়ে ১.২৫ মিলিয়ন পর্যটক গিয়েছিল ভারতে। এর মধ্যে ৭৫ শতাংশ মানুষ প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন। প্রথমবারের মতো ভারতে গিয়েছিল ১৯ শতাংশ মানুষ, বাকি ৫৫ শতাংশ মানুষেরা ভারতে নিয়মিত যাতায়াত করতেন। এছাড়া ৪৮ হাজারেরও বেশি পূর্ণকালীন ও খণ্ডকালীন চাকরির সুযোগ তৈরি হয়েছিল।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ২৩, ২০২৫
temperature icon 33°C
clear sky
Humidity 26 %
Pressure 1012 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 10 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:06
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top