১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

মিরর স্পোর্টস : চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে পর্দা উঠবে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের। এবারের আসরটি মাঠে গড়াবে বাংলাদেশে। জমজমাট এই আসরের আগে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

এই সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। মূলত, বাংলাদেশের মাঠ সম্পর্কে অভিজ্ঞতা নেয়ার জন্যই খেলতে আসবে অজিরা।

সবশেষ ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশে খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। প্রায় ১০ বছর পর আবার বাংলার বাঘিনীদের বিপক্ষে খেলবে অজিরা। মার্চের শেষ দিকে বাংলাদেশে আসতে পারে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

এ বিষয়ে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক শন ফ্লেগলার বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের কয়েকটি ভেন্যুতে আমাদের খেলা রয়েছে। সেসব মাঠ সম্পর্কে গবেষণা করতেই আমরা সেখানে খেলতে যাচ্ছি। উইকেট কিভাবে কাজ করে সেটি আমরা দেখব।’

তবে পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হলেও পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। যেখানে অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়ারেহাম ও জোনাসেনের মতো তিন স্পিনারকে রেখেছে অজিরা। আরেক স্পিনার অ্যালানা কিং ফিরবেন ওয়ানডে সিরিজে। বাঁহাতি স্পিনার সোফি মোলিনাক্সের ফেরা বাড়তি শক্তি যোগ করেছে দলে।

স্পিনারদের নিয়ে ফ্লেগলার বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে একজন বাঁহাতি স্পিনার পাওয়া নিজেদের জন্যই ভালো। দলে যে পরিমাণ স্পিনার আছে, তাতে আমরা বেশ ভাগ্যবান।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
নভে ১৩, ২০২৪
temperature icon 25°C
clear sky
Humidity 56 %
Pressure 1010 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:21
Sunset Sunset: 17:17

⠀আরও দেখুন

Scroll to Top