১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

বিশ্বকাপের আগেই জমেছে লড়াই, শীর্ষে সাকিব-হাসারাঙ্গা

মিরর স্পোর্টস : দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে গড়াবে বৈশ্বিক এই টুর্নামেন্টের। এর আগে টি-২০ ফরম্যাটের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে লড়াই জমেছে সাকিব আল হাসান ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মধ্যে।

বুধবার আইসিসির টি-২০ অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদে সাকিব-হাসারাঙ্গা দুজনেই আছেন এখন এক নম্বরে।

ঘরের মাঠে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে দুটি ম্যাচ খেলেছেন সাকিব। দুই ম্যাচ মিলিয়ে পাঁচটি উইকেট পেলেও ব্যাট হাতে তেমন ছন্দে ছিলেন না। দুই ইনিংসে রান করেছেন মাত্র ২২। তাতে ২৩১ থেকে রেটিং পয়েন্ট কমে এখন ২২৮। সমান পয়েন্ট শ্রীলংকান অলরাউন্ডার হাসারাঙ্গারও।

এই তালিকায় তিনে আছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। সাকিব ও হাসারাঙ্গার থেকে তার রেটিং পয়েন্টের পার্থক্য ১০।

বাংলাদেশের বিপক্ষে ভালো করার ফল পেয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। দুই ধাপ এগিয়ে তিনি এখন চারে। পাঁচে আছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

এছাড়া টি-২০ বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদের। তিন ধাপ এগিয়ে তিনি এখন ২৩তম স্থানে। আর পাঁচ ধাপ এগিয়ে মুস্তাফিজুর রহমান উঠে এসেছে ২৫-এ।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১১, ২০২৪
temperature icon 15°C
scattered clouds
Humidity 46 %
Pressure 1015 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 3 mph
Clouds Clouds: 44%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:15

⠀আরও দেখুন

Scroll to Top