২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের গণভবনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মিরর স্পোর্টস : বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেটারদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশ সফর করছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

বুধবার (৩ এপ্রিল) দুপুর ১টায় নারী ক্রিকেটারদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম নাদেল।

মুঠোফোনে নাদেল বলেন, ‘প্রধানমন্ত্রী দুই দলের নারী ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছেন আগামীকাল। নারী ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন, ফটোসেশন হবে।’

গত ১৭ মার্চ ঢাকায় পা রাখে অ্যালিসা হিলির দল। ২১ মার্চ থেকে শুরু হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত এই সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়।

৩১ মার্চ থেকে শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ। টানা দুই টি-টোয়েন্টিতে হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ হবে ৪ এপ্রিল। মাঝে একদিনের বিরতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে ক্রিকেটারদের।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ২৩, ২০২৫
temperature icon 33°C
clear sky
Humidity 23 %
Pressure 1011 mb
Wind 6 mph
Wind Gust Wind Gust: 8 mph
Clouds Clouds: 2%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:06
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top