১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

প্রকাশ্যে রশিদ খানের স্ত্রীর ছবি

মিরর স্পোর্টস : আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার স্ত্রীর ছবি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ২৬ বছর বয়সী রশিদ খান আফগানিস্তান ক্রিকেটের অন্যতম বড় তারকা, এবং তার বিয়ে নিয়ে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় রশিদ ও তার ৩ ভাইয়ের। রশিদ এবং তার ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান একই দিনে বিয়ে করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদের সতীর্থরা, যার মধ্যে মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকির মতো ক্রিকেটাররা ছিলেন। এছাড়া আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ এবং বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

তবে, রশিদ খানের স্ত্রীর নাম ও পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আফগান রীতি অনুযায়ী বিয়ে করেছেন তারা। অনুষ্ঠানটি ছিল বেশ জাঁকজমকপূর্ণ। নিরাপত্তার দিকেও ছিল বাড়তি নজর। একটি ভিডিওতে দেখা গেছে, অস্ত্রধারী নিরাপত্তাকর্মীরা পুরো এলাকা ঘিরে রেখেছিল। রাতভর চলে এ বিয়ের উৎসব।

রশিদ খানের বিয়েতে তার সতীর্থ মোহাম্মদ নবী অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। নবী লিখেছেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।’

কিছুদিন আগেই রশিদের সতীর্থ আজমতউল্লাহ ওমরজাই বিয়ে করেছেন। তিনিও রশিদের বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান এবং বলেন, ‘বিয়ে করার জন্য জাতীয় দলের চ্যাম্পিয়ন রশিদ খানকে অভিনন্দন। আল্লাহর রহমতে তার সুখী জীবন কামনা করছি।’

উল্লেখ্য, ২০২০ সালে রশিদ খান একবার বলেছিলেন যে, তিনি বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ে করবেন না। তবে পরে তিনি জানান, এ ধরনের কথা কোথাও বলেননি এবং এটি একটি ভুল ব্যাখ্যা।

সম্প্রতি রশিদের নেতৃত্বে আফগানিস্তান টি–টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল, যা দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
নভে ১৪, ২০২৪
temperature icon 26°C
clear sky
Humidity 57 %
Pressure 1016 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 4 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:22
Sunset Sunset: 17:17

⠀আরও দেখুন

Scroll to Top