৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

পাকিস্তানি পেসারদের ধুয়ে দিলেন রমিজ রাজা

মিরর স্পোর্টস : তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে এক জয় পেয়েছে তারা। এই ম্যাচে আইরিশদের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য বাবর আজমরা টপকে ফেলেছে ১৬.৫ ওভারে। তবে এই জয়ের মধ্যেও হয়তো পূর্ণ তৃপ্তিটা পায়নি পাকিস্তান। তার কারণ হতে পারে, পাকিস্তানি পেসারদের খরুচে বোলিং।

আয়ারল্যান্ডের মতো একটি দল পাকিস্তানের বোলারদের পিটিয়ে ১৯৩ রান তোলা মনে হয় একটু অস্বাভাবিকই। যেখানে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও মোহাম্মদ আমিরের মতো বিশ্বমানের পেসাররা বল করছেন, সেখানে আইরিশরা কীভাবে স্কোর প্রায় দুইশোর কাছাকাছি নিয়ে যায়?

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা আশঙ্কা করে বলছেন, যদি ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ আইরিশরা ধরতে পারতো, তাহলে হয়তো পাকিস্তান এই ম্যাচও হারতো।

রাজা আরও বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের শীর্ষ বোলাররা এত রান দিলে ভবিষ্যতে দলের অবস্থা খারাপ হয়ে যাবে। পাকিস্তানের শক্তি এবং সাফল্য বোলারদের উপর নির্ভর করে। বিশেষ করে পেসাররা। তারা গত বছর ভারতে বিশ্বকাপের পর থেকেই ভালো করতে পারছে না। প্রথম দুই বল ভালো করে তো পরের তিন বল করে খুবই বাজে। এটি পরিস্থিতিকে কঠিন করে তোলে।’

গতকাল রবিবার অবশ্য ম্যাচ জিতিয়েছেন রিজওয়ান ও ফখর। রিজওয়ান করেন ৪৬ বলে ৭৫ আর ফখর করেন ৪০ বলে ৭৮। যে কারণে রমিজ রাজা মনে করছেন, যদি রিজওয়ান ও ফখরের ক্যাচ মিস না করতো আইরিশরা, তাহলে পাকিস্তানকে হারতে হতো।

এই ম্যাচে সবচেয়ে বাজে বোলিং করছেন শাহিন আফ্রিদি। ৪ ওভারে ৪৯ রান দিয়েছেন বাঁহাতি এই পেসার। প্রতি ওভারে খরচ ১২.২৫। আরেক পেসার আমির খরচ করছেন ওভার প্রতি ১১ রান। ৪ ওভারে আমিরের মোট খরচ ৪৪ রান।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
অক্টো ৮, ২০২৪
temperature icon 31°C
clear sky
Humidity 64 %
Pressure 1013 mb
Wind 1 mph
Wind Gust Wind Gust: 2 mph
Clouds Clouds: 8%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:00
Sunset Sunset: 17:45

⠀আরও দেখুন

Scroll to Top