মিরর স্পোর্টস : যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ খেলেছিল গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে। আবার তাদের বিপক্ষে এই স্টেডিয়ামেই বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে গত ২৮ মে’র সেই ম্যাচটি বাতিল হয়ে গেছে।
আগামীকাল শনিবার বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুমি ম্যাচে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি হবে নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে। সে হিসেবে যুক্তরাষ্ট্রের কন্ডিশন বুঝতে দ্বিতীয় স্টেডিয়ামের দেখা পাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা।
মাঠের সবকিছু শান্তর বেশ ভালোই লেগেছে। এত কম সময়ের মধ্যে বিশ্বকাপ খেলার উপযুক্ত একটি স্টেডিয়াম যে তৈরি করা যায়, সেটি শান্তর কাছে দারুণ লেগেছে। এছাড়া গ্যালারির সৌন্দর্যের প্রশংসাও করেন বাংলাদেশ অধিনায়ক।
তিনি আরও বলেন, বিশেষ করে পূর্বপাশের গ্র্যান্ডস্ট্যান্ড এমন হবে আশা করিনি। মাঠও অনেক ভালো মনে হচ্ছে, সবমিলিয়ে এটি সত্যিকারের ক্রিকেট স্টেডিয়াম হয়ে উঠেছে। সত্যি বলতে, আমি এমন কোনো কিছুই আশা করিনি। আমরা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছিলাম, সেটি কেমন দেখাচ্ছে। এখানে আমরা খেলতে যাবো, বিষয়টি রোমাঞ্চকর মনে হচ্ছিল। ’