মিরর স্পোর্টস : পাকিস্তান, শ্রীলঙ্কা ও আয়োজক বাংলাদেশকে নিয়ে বুধবার শুরু হয়েছে নারীদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ। টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম ম্যাচটি জিতে শুভসূচনা করেছে লাল সবুজের প্রতিনিধিরা। যদিও ৯৬ রানের মামুলী লক্ষ্যের ম্যাচটা সহজে জিততে পারেনি তারা। স্বাগতিকদের বেশ সংগ্রামই করতে হয়েছে।
কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে ৯৫ রান করেছে। জবাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯ বল হাতে রেখে পেয়েছে ৫ উইকেটে জয়। কাল বৃহস্পতিবার একই মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।
৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের দুই ওপেনার রান পাননি। সুমাইয়া আক্তার ১৪ ও ফাহমিদা ছোঁয়া ৬ রানে আউট হয়েছেন। চারে নামা অধিনায়ক সুমাইয়া আক্তারও হতাশ করেছেন। সাজঘরে ফেরেন ২ রানে। সেখান থেকে ইভা খাতুন ও আফিয়া আসিমা ইরার ২৭ রানের দুটি ইনিংসে বাংলাদেশ ম্যাচ জেতে। ইভা ম্যাচ শেষ করে আসতে না পারলেও আফিয়া দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। শ্রীলঙ্কার হয়ে বল হাতে ৩ উইকেট নেন শাশিনি গিমহানি।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলার রাবেয়ার তোপে পড়ে শ্রীলঙ্কান ব্যাটাররা। সর্বোচ্চ ২১ রান আসে রেশমির রেতাঞ্জলির ব্যাট থেকে। ২৩ বলে ১ ছক্কায় ২১ রান করেন তিনি। এছাড়া ভিশমি গুনারাতনা ১৯ ও মানুদি দুলানশার ব্যাট থেকে আসে ১০ রান। রাবেয়া ৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক। এছাড়া নিশিতা আক্তার নিশি ১৯ রানে পেয়েছেন সমান ৩ উইকেট। ১টি উইকেট পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি।