৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

তাসকিনের বলে হাতে আঘাত পেলেন তামি

মিরর স্পোর্টস : পিঠের পুরোনো ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তামিম ইকবাল। ধীরে ধীরে নেটে ব্যাটিং শুরু করেছিলেন মাঠে ফেরার জন্য। এবার অনুশীলনের সময় তাসকিন আহমেদের বলে আঘাত পেয়েছেন এই ওপেনার।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ইনডোরের আউটারে তাসকিনের বোলিংয়ে বাম হাতে আঘাত পান তামিম। আঘাত পেয়ে তামিম কিছুক্ষণ বসে থাকেন ইনডোরে। এরপর আঙুলে টেপ পেঁচিয়ে ইনডোর থেকে বেরিয়ে যান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, এখনো তারা এই বিষয়ে অবগত নন। তবে গতকাল পর্যন্ত সব ঠিক ছিল বলে মন্তব্য করেন তিনি।

২৩ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ খেলেন তামিম। এরপর বিশ্বকাপ দল থেকে বাদ পড়লে আর মিরপুরমুখি হননি। গত শুক্রবার তিনি মাঠে ফেরেন। এদিন অনূর্ধ্ব-১৯ দলকে ব্যাট এনে দিয়েছিলেন। সবশেষ গতকালও ব্যাটিং করেছেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ৮, ২০২৫
temperature icon 21°C
clear sky
Humidity 21 %
Pressure 1012 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:45
Sunset Sunset: 17:53

⠀আরও দেখুন

Scroll to Top