মিরর স্পোর্টস : সবশেষ ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টে ছিলেন ইমরুল কায়েস। এরপর থেকে টাইগার এই ওপেনারকে কোনো ফরম্যাটেই লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি। এবার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁ-হাতি এই ব্যাটার। আগামী শনিবার (১৬ নভেম্বর) খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণির শেষ ম্যাচটি খেলবেন তিনি।
বুধবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি।
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অভিষেকের পর সব মিলিয়ে ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছেন ইমরুল। ব্যাট হাতে এক হাজার ৭৯৭ রান করেছেন। তিন সেঞ্চুরির পাশাপাশি চারটি ফিফটি আছে তার নামের পাশে। সর্বোচ্চ ইনিংস ১৫০ রানের। ব্যাটিং গড় ২৪ দশমিক ২৮।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচে প্রায় ৩৪ গড়ে ৭ হাজার ৯৩০ রান করেছেন। ২০টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিও পেয়েছেন তিনি।