২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

জিতিয়ে মাঠ ছাড়লেও বিজয় কৃতিত্ব দিলেন অন্যকে

মিরর স্পোর্টস : ফিফটির পর ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। মাঠে যেমন নেতা হিসেবে দায়িত্ব পালন করেন, মাঠের বাইরেও সেই নেতৃত্বের ছাপ দেখা গেছে বিজয়ের মাঝে।

ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত থেকে ম্যাচ জেতালেও কৃতিত্ব দিয়েছেন সতীর্থ উইন্ডিজ ব্যাটার এভিন লুইসকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘লুইস ব্যবধান গড়ে দিয়েছে। আমরা শুধু ক্যারি করেছি। আফিফও তাই।’

টস হেরে ব্যাটিং করতে নেমে ফরচুন বরিশাল ৪ উইকেটে ১৮৭ রান করে। তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ২ ওভার আগেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে খুলনা। লক্ষ্য বড় স্কোর হলেও বিজয়রা একটু মুহুর্তের জন্যও লাইনচ্যুত হননি।

বিজয় ৪৪ বলে ৬৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার সংগে ১০ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন শাই হোপ। মাত্র ২২ বলে ৪৩ রান করে লুইস ম্যাচের নাটাই শুরুতেই নিজেদের হাতে নিয়ে নেন। এ ছাড়া আফিফ ৩৬ বলে ৪৩ রান করেন।

বিজয়ের মতে মিরপুরে ১৮০ এর বেশি রান তাড়া করা সহজ কাজ নয়। লুইস শুরুতে বিধংসী ইনিংস খেলায় সেটি সম্ভব হয়েছে। এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে দুই ম্যাচ খেলে খুলনা দুটিতেই জিতেছে।

 

 

রিয়াদ/আমিনুল

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ২২, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 56 %
Pressure 1011 mb
Wind 2 mph
Wind Gust Wind Gust: 2 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:52
Sunset Sunset: 17:41

⠀আরও দেখুন

Scroll to Top