১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

চলে গেলেন ইতালির সর্বোচ্চ গোলদাতা জিজি রিভা

মিরর স্পোর্টস : ইতালির ফুটবল কিংবদন্তি জিজি রিভা হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার মৃত্যুবরণ করেছেন। ইতালি জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে গেল রবিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিভা।

৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করলেন রিভা। গোল করার দক্ষতার জন্য খ্যাতি ছিল ইতালিয়ান এই স্ট্রাইকারের। সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন ধরা হয় জিজি রিভাকে।

জাতীয় দলে খেলেছেন ১৯৬৫-৭৪ পর্যন্ত। ৪২ ম্যাচে গোল করেছেন ৩৫টি। যা ইতালির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। বর্তমানে ইতালি দলে খেলা কেউ রিভার করা অর্ধেক গোলও করতে পারেননি। নিজ দেশের হয়ে জিতেছেন ১৯৬৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ।

১৯৭০ বিশ্বকাপে ইতালি ব্রাজিলের কাছে হেরে রানার্সআপ হয়। ইতালি দলে ছিলেন রিভা। কোয়ার্টার ফাইনালে জোড়া গোল, সেমিফাইনালে একটি গোল করেছিলেন। তবে ফাইনালে গোল করতে পারেননি তিনি।

১৯৬২ সালে পেশাদার ক্যারিয়ার শুরু রিভার। খেলেননি ইতালির বাইরের কোন ক্লাবে। লেগনানোতে খেলেন এক মৌসুম। ক্যারিয়ারের বাকি সময় তিনি কাটান ক্যালিয়ারিতে।

১৯৬৯-৭০ মৌসুমে সিরি’আ জিতেছিল ক্যালিয়ারি। যা এখন পর্যন্ত ক্লাবটির একমাত্র সিরি’আ শিরোপা। লিগ জয়ের মৌসুম রিভা ছিলেন সর্বোচ্চ গোলদাতা (২১টি)। তিনবার ইতালিয়ান লিগের শীর্ষ গোলদাতা হন রিভা।

ক্যালিয়ারির হয়ে ৩১৫ ম্যাচে তার গোল ১৬৪টি। নানা রকম ইনজুরির কারণে ১৯৭৬ সালে অবসর নেন জিজি রিভা।

১৯৮৮-২০১৩ পর্যন্ত যুক্ত ছিলেন ইতালি জাতীয় দলের সঙ্গে। পরামর্শক, উপদেষ্টা, সিনিয়র ব্যবস্থাপনা কর্মকর্তাসহ নানা ভূমিকায় ছিলেন তিনি।

⠀শেয়ার করুন

⠀আরও দেখুন

Scroll to Top