১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

কোহলির ২ ঘণ্টা পর রোহিতও অবসরে

মিরর স্পোর্টস : বিরাট কোহলি ম্যাচসেরা পুরস্কার নিতে এসেই ঘোষণা দেন, ‘এটাই ছিল ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।’ সংবাদ সম্মেলনে এলো আরেক তারকার অবসরের ঘোষণা। ভারতকে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে এই ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিলেন অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘ভারতের হয়ে এটাই আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। আমি আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলবো না। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এর থেকে ভাল মুহূর্ত আর হতে পারে না।’ তবে টেস্ট ও ওয়ানডেতে খেলে যাবেন রোহিত, ‘আমি প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি। এই ফরম্যাট দিয়েই আমার ভারতের ক্যারিয়ার শুরু হয়েছিল। আমি কাপ জিততে চেয়েছিলাম। খুব মরিয়া ছিলাম এটা পাওয়ার জন্য। ভাষা খুঁজে পেতে কষ্ট হচ্ছে। খুবই আবেগপ্রবণ মুহূর্ত আমার জন্য। আমার জীবনে এই শিরোপা জিততে মরিয়া ছিলাম। শেষ পর্যন্ত এটা পেয়ে খুশি।’

টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহ হয়ে বিদায় নিলেন রোহিত। ১৫৯ ম্যাচে ৪২২১ রান তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরির রেকর্ডও তার। এনিয়ে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন। ২০০৭ সালে নবাগত খেলোয়াড় হিসেবে জিতেছেন, এবার জিতলেন অধিনায়ক হয়ে।

রোহিত ও কোহলির অবসর অপ্রত্যাশিত নয়। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর থেকে লম্বা সময় এই ফরম্যাটে খেলেননি। এবারের বিশ্বকাপ সামনে রেখে এই বছর জানুয়ারিতে তারা ফেরেন।

রোহিত টুর্নামেন্ট শেষ করেছেন দ্বিতীয় সেরা ব্যাটার হিসেবে। ১৫৬.৭০ স্ট্রাকই রেটে ২৫৭ রান তার। সুপার এইটে অস্ট্রেলিয়া ও সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন তিনি।

বিশ্ব জয়ের অনুভূতি নিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘গত ৩-৪ বছর কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা এক কথায় বলে বোঝাতে পারবো না। পর্দার পেছনে অনেক ঘটনা আছে, আজকে যা করলাম তা নয়, আগে যা করেছি সেটাও আছে। এই জয় একটা দিনের নয়, গত ৩-৪ বছরের জয়। গত ৩-৪ বছরে যা পরিশ্রম করেছি তারই ফসল এটা।’

এই সময়ে চাপ নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছে দল। আর সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তারই উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হলো বললেন রোহিত, ‘হারতে হারতে সবাই বুঝেছে, চাপের পরিস্থিতিতে কী করতে হয়। দেয়ালে পিঠ ঠেকে গেলে কীভাবে ফিরতে হয়, সেটা আমরা দেখিয়েছি। আমরা সত্যিই এটার জন্য মরিয়া ছিলাম। দলের সবাইকে নিয়ে আমি গর্বিত। ম্যানেজমেন্টকে ধন্যবাদ আমাদেরকে স্বাধীনভাবে খেলতে দেওয়ার জন্য এবং আস্থা রেখেছে বলে। ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচ, অধিনায়ক ও খেলোয়াড়রা দারুণ।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ১৮, ২০২৫
temperature icon 15°C
overcast clouds
Humidity 64 %
Pressure 1015 mb
Wind 7 mph
Wind Gust Wind Gust: 7 mph
Clouds Clouds: 89%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:53
Sunset Sunset: 17:38

⠀আরও দেখুন

Scroll to Top