মিরর স্পোর্টস : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে দুইবার শতরানের উদ্বোধনী জুটি গড়েছিল বাংলাদেশ। আজ তানজিদ ও সৌম্য মিলে গড়লেন তৃতীয় শতরানের জুটি। জুটিতে ঠিক ১০০ রান তুলেই আউট হয়েছেন তানজিদ হাসান তামিম।
উদ্বোধনীতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি লিটন দাস ও রনি তালুকদারের ১২৪। ২০২৩ সালের মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে।
২০২১ সালে জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে সৌম্য সরকার ও নাঈম শেখ মিলে গড়েছিলেন ১০২ রানের জুটি।
আজ শতরানের উদ্বোধনী জুটি গড়ার পর তানজিদ আউট হন লুক জঙ্গওয়ের বলে। করেন ৩৭ বলে ৫২ রান। এর পর সৌম্যও টেকেননি। জঙ্গওয়ের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন ৩৪ বলে ৪১ রানে।
১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১০৮ রান।