মিরর স্পোর্টস : মানসিক স্বাস্থ্য নিয়ে গত দুই বছরে চরম লড়াই করতে হয়েছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গাহাম থর্পকে। তবে আর কুলিয়ে উঠতে পারেননি তিনি। শেষমেশ গত ৫ আগস্ট নিজের জীবন নিজেই নিয়েছেন (আত্মহত্যা) সাবেক এই ক্রিকেটার। থর্পের স্ত্রী আমানদা এই তথ্য প্রকাশ করেছেন।
থর্পের মৃত্যুর তথ্য জানিয়েছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এবার ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটনকে দেওয়া এক সাক্ষাৎকারে আমানদা জানিয়েছেন এসব তথ্য। মৃত্যুর আগে কীভাবে মানসিক শারীরিকভাবে থর্পকে লড়াই করতে হয়েছে সেটি আথারটনকে ব্যাখ্যা করেছেন আমানদা।
থর্পের স্ত্রী বলেন, ‘স্ত্রী এবং দুই কন্যা থাকা সত্ত্বেও—যারা তাকে (থর্প) ভালোবাসতো এবং যাদের (পরিবার) সে ভালোবাসত, সে সুস্থ হয়ে উঠতে পারেনি।…সে সাম্প্রতিক সময়ে এতই অসুস্থ ছিল, সে বিশ্বাস করত তাকে ছাড়া আমরা ভালো থাকব।’
আমানদা আরও বলেন, ‘গত কয়েক বছর ধরে মারাত্মক বিষণ্নতা ও উদ্বিগ্নতায় ভুগছিল সে। ২০২২ সালে মের মাসেও সে জীবন শেষ করে দিতে চেয়েছিল। এর পর তাকে দীর্ঘদিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল।’
কর্মব্যবস্থা সত্ত্বেও বিষণ্নতা কমেনি থর্পের। আমানদা বলেন, ‘কিছুটা আশা ও পুরোনো থর্পের দেখা পেলেও সে হতাশা ও উদ্বিগ্নতায় ভুগতে থাকে, মাঝেমাঝে যা তীব্র হয়ে ওঠে। পরিবারের সদস্য হিসেবে আমরা তাকে সমর্থন দিয়েছিল এবং সে বহুবার চেষ্টা করেছে, বহু চিকিৎসা নিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনোকিছুই কাজে আসেনি।’