মিরর স্পোর্টস : গুঞ্জনটা ছিল আসন্ন অলিম্পিকে আর্জেন্টিনা দলে ডাক পেতে যাচ্ছেন জাতীয় দলের একাধিক খেলোয়াড়। টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্টন এদুল দাবি করছেন, এরই মধ্যে নাকি কাতার বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্যের চলতি বছরের অলিম্পিকে অংশ নেওয়ার নিশ্চিত হয়ে গেছে।
২৩ বছরের বেশি বয়সের মোট তিন জন খেলোয়াড় দলগুলো নিতে পারে অলিম্পিকে। সাবেক আর্জেন্টিনা ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানোর অধীনে অলিম্পিক দলের কোচিং স্টাফরা নাকি এরই মধ্যে ঠিক করে ফেলেছেন তাদের স্কোয়াডের ২৩ বছরের অধিক বয়সী তৃতীয় খেলোয়াড়কে। তিনি অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যদিও তার ব্যাপারে ইংলিশ ক্লাবটির কাছ থেকে এখনও সবুজ সংকেত পাওয়া যায়নি।
আসছে অলিম্পিকে গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলবে ইউক্রেন, ইরাক ও মরক্কোর বিপক্ষে। এটি হবে আর্জেন্টিনার অলিম্পিকের ফুটবলে দশমবারের মতো উপস্থিতি। এর আগে ২০০৪ ও ২০০৮ সালে দক্ষিণ আমেরিকার দেশটি স্বর্ণপদক জিতেছে।