মিরর স্পোর্টস : ভারত সফরের শুরুটা হার দিয়ে হলো আফগানিস্তানের। লক্ষ্য তাড়ায় নেমে ভারত শুরুতে পা হড়কালেও ধীরে ধীরে সহজ জয় তুলে নেয়।
আফগানিস্তানের ছুড়ে দেওয়া ১৫৯ রানের লক্ষ্য ছুঁতে খুব বেশি বেগ পেতে হয়নি ভারতকে। শিভম দুবের অপরাজিত ৬০ ইনিংস ভারতের জয়ে রাখে বড় ভূমিকা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে। সর্বোচ্চ ৪২ রান করেন মোহাম্মদ নবি। রহমনাউল্লাহ গুরবাজ ২৩, ইব্রাহিম জাদরান ২৫ ও আব্দুল্লাহ ওমরজাই করেছেন ২৯ রান।
বল হাতে ভারতের অক্ষর প্যাটেল ২৩ রানে ২ উইকেট ও মুকেশ কুমার ৩৩ রানে নেন ২ উইকেট নেন।
জবাবে রোহিতকে শুরুতেই হারিয়ে ফেলে ভারত। গিল ১২ বলে ২৩, তিলক ভার্মা ২২ বলে ২৬ এবং জিতেশ শর্মা ২০ বলে ৩১ রান করেন। ৪০ বলে অপরাজিত ৬০ রান করেন দুবে।
আফগানিস্তানের পক্ষে বল হাতে মুজিব উর রহমান ২১ রানে নেন ২ উইকেট।
এ জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।