১২ সেপ্টেম্বর, ২০২৪
২৮ ভাদ্র, ১৪৩১
Mirror Times BD

অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না বাংলাদেশ

মিরর স্পোর্টস : আর একদিন পরেই মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় গড়ানো যুবা বিশ্বকাপে ‘ফেভারিট’ হিসেবেই পা রেখেছে টিম বাংলাদেশ। বিশ্বকাপের পর্দা ওঠার আগে গা গরমের ম্যাচ খেলেছে টাইগার যুবারা। যেখানে অস্ট্রেলিয়াকে পাত্তাই দেয়নি মাহফুজুরের দল।

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে অর্ধেক কাজটা করেছেন বাংলাদেশের বোলাররাই। প্রস্তুতি ম্যাচে অজিদের মাত্র ১৬৫ রানে গুটিয়ে দিয়েছে তারা। সহজ লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ৫ উইকেটে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে মারুফ মৃধা, রোহানাত দৌল্লা বর্ষণ ও মাহফুজুর রহমান রাব্বির দাপুটে বোলিংয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অজিরা। দলীয় ৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। ওপেনার হ্যারি ডিক্সনকে ৩ রানের বেশি করতে দেননি মারুফ মৃধা।

৩১ বলে ২৭ রান করা আরেক ওপেনার স্যাম কোঞ্জটাসকে ফেরান রাফিউজ্জামান রাফি। দলের হয়ে সর্বোচ্চ ৬০ বলে ৪৬ রান করেন হারজাস সিং। তাকে আশরাফউজ্জানের ক্যাচ বানান রাব্বি। এছাড়া ৫৭ বলে ৩১ রান করেন অধিনায়ক হজ ওয়েবগেন। ২৮ রান করেছেন করি ওয়াসলি।

এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন বর্ষণ। এছাড়া ২টি উইকেট পেয়েছেন রাব্বি।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন টাইগার ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সাদিকের ব্যাট থেকে আসে ৩৭ রান। এরপর ২৭ বলে ২০ করে আউট হয়ে যান সাদিক। শিবলি করেন ২৫ বলে ১৯।

দুর্দান্ত ফিফটি করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৩ বাউন্ডারি ২ ছক্কায় ৫৯ বলে ৫৩ রান করেন তিনি। এছাড়া ২৯ বলে ২৩ রান করেন জিসান আলম। অবশেষে মাত্র ৩২.১ ওভারেই অজিদের দেওয়া লক্ষ্য টপকে যায় বাংলাদেশ।

⠀শেয়ার করুন

⠀চলমান

loader-image
Dinājpur, BD
সেপ্টে ১২, ২০২৪
temperature icon 30°C
overcast clouds
Humidity 69 %
Pressure 1004 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 4 mph
Clouds Clouds: 95%
Visibility Visibility: 0 km
Sunrise Sunrise: 05:50
Sunset Sunset: 18:13

⠀আরও দেখুন

Scroll to Top