মিরর স্পোর্টস : ওয়াইল্ড কার্ড পেয়ে প্যারিস অলিম্পিকে খেলবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। লন্ডনে স্থানীয় সময় আজ সকালে খবরটি জানতে পেরে উচ্ছ্বসিত ৩০ বছর বয়সী অ্যাথলেট। লন্ডন থেকে সরাসরি প্যারিসে গিয়ে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন। নিজের সেরা ইভেন্টে সর্বোচ্চ স্কোর করার ইচ্ছা তার।
লন্ডন থেকে ইমরানুর বলেছেন, ‘অলিম্পিকে দৌড়াতে পারবো জেনে অনেক ভালো লাগছে। এটা আমি ও আমার পরিবারের জন্য দারুণ সুখবর। আমি চাইবো প্যারিসে নিজের সেরা স্কোর করতে। এটাই আমার লক্ষ্য।’
ছোটবেলা থেকে ইমরানুর মনে করতেন, যারা অলিম্পিকে খেলে, তারা অনেক মেধাবী অ্যাথলেট। তাই সবসময় মনের মধ্যে স্বপ্নটা পুষে রেখেছেন। বাংলাদেশের হয়ে খেলার কারণে এবার আরাধ্য স্বপ্নটা পূর্ণ হতে যাচ্ছে।
ইমরানুর তাই বলেছেন, ‘অলিম্পিকে বিশ্বের সেরা অ্যাথলেটরা অংশ নেয়। আমি তাদের সঙ্গে দৌড়াবো, এটা আসলে স্বপ্নের মতো। তবে ছোটবেলায় ভাবিনি আমি অলিম্পিকে সুযোগ পাবো। আমাকে সুযোগ দেওয়ার জন্য অ্যাথলেটিকস ফেডারেশন ও অলি আমি অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞ।’
ইমরানুর বর্তমানে দেশের দ্রুততম মানব ছাড়াও এশিয়ান ইনডোরে সোনা জিতেছেন। যদিও গত বছর তা ধরে রাখতে পারেননি।