২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

হিমালয়ে কৃত্রিম হিমবাহ তৈরি করেছেন লাদাখের বরফমানব

মিরর ডেস্ক : হিমালয়ে ফসলের খেতে সেচের পানি সরবরাহ করার জন্য কৃত্রিম হিমবাহ তৈরি করছেন স্থানীয় একজন প্রকৌশলী। সেখানে বৃষ্টি এবং তুষারপাতের অভাবে চাষাবাদে বেশ সমস্যা হচ্ছে। সে কারণেই নিজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েছেন লাদাখের বরফমানব হিসেবে পরিচিত চেওয়াং নরফেল।

৫৮ বছর বয়সী দোলকর লাদাখের থিকসি গ্রামের একজন আলুচাষি। তিনি বলেন, আমার মনে আছে যখন আমি খুব ছোট তখন এখানে প্রচুর তুষারপাত হতো। সে সময় প্রায় আমার হাঁটুর সমান তুষারপাত হয়েছে। কিন্তু এখন এখানে তেমন একটা বৃষ্টি বা তুষারপাত হয় না।

দোলকর জানান, আলু চাষ করে তারা প্রতি মাসে ৭০ হাজার রুপি আয় করতেন। কিন্তু এখন তা কমে ২০ হাজার রুপিতে ঠেকেছে। হিমালয়ের এ অঞ্চলে প্রায় ৩০ লাখ হেক্টর জায়গাজুড়ে মেরু ক্যাপের বাইরের বৃহত্তম বরফের প্রতিনিধিত্ব করছে ৫৫ হাজার হিমবাহ।

হিমালয়ের এক-তৃতীয়াংশ হিমবাহ পরবর্তী শতাব্দীর শেষ দিকেই বিলুপ্ত হয়ে যেতে পারে, যা এশিয়ার নদীব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটাবে। এই নদীব্যবস্থা থেকে প্রায় ১৫০ কোটি মানুষের পানি সরবরাহ হয়ে থাকে। এই গলিত হিমবাহের কারণে ফসল উৎপাদন ব্যাহত হবে এবং প্রায় ১২ কোটি ৯০ লাখ কৃষকের জীবন-জীবিকা ব্যাহত হবে। লাদাখে দোলকর যেখানে বাস করেন সেই এলাকাও হুমকির মুখে আছে।

লাদাখের এই এলাকা বেশ ঠান্ডা এবং এখানকার জলবায়ু বেশ শুষ্ক। এখানে বার্ষিক প্রায় ৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এই অঞ্চলের ৮০ শতাংশ কৃষক তাদের ফসলের খেতে সেচের জন্য হিমবাহের ওপর নির্ভর করে। তবে গত ৩০ বছরে তুষারপাতের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। ফলে হিমালয়ের বিভিন্ন গ্রামে হিমবাহ, অপর্যাপ্ত স্রোত এবং পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

এই কাজের জন্য বিভিন্ন গ্রামে ঘুরে বেরিয়েছেন নরফেল। সে সময় তিনি দেখতে পেয়েছেন যে, প্রায় ৮০ শতাংশ কৃষকই পানির ওপর নির্ভরশীল। হিমবাহ থেকে প্রবাহিত হওয়া পানি কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পানি শুধু জুনের মাঝামাঝি সময়েই প্রবাহিত হয়।

দীর্ঘ সময় শীত থাকার কারণে অব্যবহৃত পানি নদীতে প্রবাহিত হয়। কৃষি সম্প্রদায়ের জন্য এই অত্যাবশ্যকীয় পানি সংরক্ষণের জন্য নরফেল একটি কৃত্রিম হিমবাহ তৈরি করার সিদ্ধান্ত নেন। তিনি লাদাখ অঞ্চলের আরও ১০টি গ্রামে কৃত্রিম হিমবাহ তৈরি করেন।

নাং গ্রামটি লাদাখ অঞ্চলের লেহ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৭৮০ মিটার উচ্চতায় অবস্থিত। এই গ্রামে ৩৩৪ মানুষের বসবাস। এখানকার প্রাথমিক জীবিকা হলো কৃষি, যার প্রধান ফসল আলু ও গম। নাংয়ে স্থায়ী হিমবাহ নেই। প্রাকৃতিক ঝরনা থেকে এখানে পানি সরবরাহ করা হয়। এখানকার চাষাবাদের মৌসুম এপ্রিল ও মে মাসে। কিন্তু এই সময়টায় কৃষকদের চাহিদা মেটাতে এখানে পর্যাপ্ত পানি পাওয়া যায় না।

এর ফলে বসন্তকালে গম, আলু এবং অন্যান্য ফসল ফলানোটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গ্রীষ্মের আগে সেখানে হিমবাহ থেকে পানি পাওয়া যায় না।

তিনি দেখলেন, তার বাগানে কল থেকে পড়া পানি থেকেই ছোট বরফ জমে আছে। তিনি বুঝতে পেরেছিলেন, যদি অতিরিক্ত পানি নষ্ট না করে ধরে রাখা যায় এবং বরফে পরিণত করা যায় তবে তা থেকে তিনি পুরো গ্রামের জন্য একটি কৃত্রিম হিমবাহ তৈরি করতে পারবেন।

এরপরেই নরফেল বিভিন্ন উচ্চতার একাধিক হিমবাহ তৈরি করেন। গ্রামের সবচেয়ে কাছের হিমবাহটি সর্বনিম্ন উচ্চতায় অবস্থিত। এটি প্রথমে গলে গিয়ে বসন্তে প্রাথমিক বপনের সময় প্রয়োজনীয় সেচের পানি সরবরাহ করে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অতি উচ্চতায় থাকা পরবর্তী হিমবাহগুলো গলতে শুরু করে। পরবর্তীতে তা থেকে নিচের দিকের জমিতে সময়মতো সেচের পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ২৩, ২০২৫
temperature icon 33°C
clear sky
Humidity 26 %
Pressure 1012 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 10 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:06
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top