সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সুস্বাস্থ্যের কথা নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
এসপিএ বলেছে, উচ্চ জ্বর ও জয়েন্টের ব্যথায় ভোগার পর রবিবার প্রাসাদের রাজকীয় ক্লিনিকে বাদশাহর ডাক্তারি পরীক্ষা করা হয়। তার ফুসফুসের প্রদাহ ধরা পড়ে এবং জেদ্দার আল-সালাম প্রাসাদে চিকিৎসা হিসেবে অ্যান্টিবায়োটিকের একটি কোর্স নির্ধারণ করা হয়।
তথ্যমন্ত্রী সালমান বিন ইউসুফ আল-দোসারি অধিবেশনের পর বলেন, মন্ত্রিসভা সাম্প্রতিক রাষ্ট্রীয় কার্যক্রম, বিশেষ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছে। পাশাপাশি মন্ত্রিসভা অর্থ পাচার, সন্ত্রাসে অর্থায়ন ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতি নিশ্চিত করেছে।