১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ষাট মিলিয়ন বছর আগের পেঙ্গুইন

মিরর ডেস্ক : ষাট মিলিয়ন বছর আগে পৃথিবীতে হেঁটে বেড়াতো বিশাল আকারের পেঙ্গুইন। যাদের ওজন ছিল প্রায় ১৫০ কেজি। এই পেঙ্গুইন প্রজাতির নাম কুমিমানু ফোরডিসি। গবেষকেরা জানাচ্ছেন যে পৃথিবীর বুক থেকে ডাইনোসররা লুপ্ত হয়ে যাওয়ার কয়েক বছর পরেও তাদের অস্তিত্ব ছিল।

নিউজিল্যান্ডে আবিষ্কৃত জীবাশ্মের উপর ভিত্তি করে, গবেষকরা পেঙ্গুইনের আরও একটি প্রজাতির কথাও জানিয়েছেন। একে বলা হয় পেট্রাডাইপ্টেস স্টোনহাউসি। অনুমান অনুযায়ী এর ওজন প্রায় ৫০ কিলোগ্রাম হবে।

কেমব্রিজের আর্থ সায়েন্স বিভাগের ড. ড্যানিয়েল ফিল্ড জানিয়েছেন, একসময় পেঙ্গুইনের আকার বিশাল থাকলেও প্রকৃতির সঙ্গে অভিযোজন করতে করতে এক সময় বামন আকার ধারণ করেছে।

ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষকরা জীবাশ্ম নিয়ে গবেষণা করে আবিষ্কার করেছেন কুমিমানু ফোরডাইসকে। বলা হচ্ছে, এটি পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো সবচেয়ে বড় পেঙ্গুইন।

তথ্যসূত্র: সিএনএন

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ১৫, ২০২৫
temperature icon 19°C
overcast clouds
Humidity 41 %
Pressure 1017 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 96%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:53
Sunset Sunset: 17:35

⠀আরও দেখুন

Scroll to Top