মিরর ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ ভূখণ্ডে ইউক্রেনের সর্ববৃহৎ আক্রমণ সম্ভাব্য শান্তি আলোচনায় কিয়েভের অবস্থান শক্তিশালী করার চেষ্টা। রাশিয়ার সেনাবাহিনীর অগ্রযাত্রার গতি কমিয়ে দেওয়ার লক্ষ্যে পরিচালিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত মঙ্গলবার ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে আক্রমণ শুরু করে। এতে রাশিয়ার সীমান্ত সুরক্ষার দুর্বলতা প্রকাশ পেয়েছে। সপ্তম দিনেও ইউক্রেনীয় সেনারা রুশ ভূখণ্ডে রয়েছে। সোমবার তারা জানিয়েছে, রাশিয়ার ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ৩০ কিলোমিটারের বেশি ভেতরে অবস্থান নিয়েছে।
ইউক্রেনীয় আক্রমণের বিষয়ে পুতিন বলেছেন, ইউক্রেন পশ্চিমা প্রভূদের সহায়তায় সম্ভাব্য শান্তি আলোচনার পূর্বে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চেষ্টা করছে।
পুতিন আরও বলেছেন, প্রধান কাজ হলো শত্রুকে আমাদের অঞ্চল থেকে বিতাড়িত করতে হবে। ইউক্রেন এই হামলার মাধ্যমে রাশিয়ার পশ্চিম সীমান্তে অস্থিতিশীলতার চেষ্টা করছে।