মিরর ডেস্ক : রাফায় অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার আদালত এ নির্দেশ দিয়েছে।
আদালত একইসঙ্গে মানবিক সহায়তার প্রবেশের জন্য মিশরের সাথে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দিতে, তদন্তকারীদের এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের জন্য গাজায় প্রবেশাধিকার নিশ্চিত করার নির্দেশও দিয়েছে। এই ব্যবস্থাগুলো কার্যকরের অগ্রগতি সম্পর্কে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ইসরায়েলকে।
গাজায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার উপস্থাপিত ৮৪ পৃষ্ঠার নথিতে বলে হয়েছে, ইসরায়েলের কার্যকলাপ ‘চরিত্রগতভাবে গণহত্যাই।’ কারণ তারা গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের একটি বড় অংশকে ধ্বংস করে দিতে চেয়েছে। জানুয়ারিতে এই মামলার প্রথম পর্বের শুনানি হয়।
আদালতের সভাপতি নওয়াফ সালাম শুক্রবার রায় পড়ে শোনান।
রায়ে বলা হয়েছে, ‘ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে তার সামরিক আক্রমণ বা রাফাহ গভর্নরেটে অন্য কোনো পদক্ষেপ বন্ধ করতে হবে যেটি গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর জীবন পরিস্থিতির ওপর আঘাত হানতে পারে, যা সম্পূর্ণ বা আংশিকভাবে তার শারীরিক ধ্বংস ডেকে আনতে পারে।’
২৮ মার্চ আদালতের আদেশের পর থেকে গাজার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে বিচারপতি সালাম বলেন, আদালত পর্যবেক্ষণ করেছে ‘দুঃখের সাথে গাজা উপত্যকার মানুষের জীবনযাত্রার অবস্থার আরও অবনতি হয়েছে।’