মিরর ডেস্ক : ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। সোমবার (১৩ মে) সকাল ৭ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে; যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ভারতের নয়টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি সংসদীয় আসনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত লোকসভা আসনের পাশাপাশি বিধানসভা আসনগুলোতেও ভোটগ্রহণ চলছে।
অন্ধ্রপ্রদেশ বিধানসভার ১৭৫ টি আসন এবং ওড়িশা বিধানসভার ২৮ টি আসনেও ভোটগ্রহণ শুরু হয়েছে।
তেলেঙ্গানার ১৭টি লোকসভা আসন, অন্ধ্রপ্রদেশের ২৫টি, উত্তরপ্রদেশের ১৩টি, বিহারের পাঁচটি, ঝাড়খণ্ডের চারটি, মধ্যপ্রদেশের আটটি, মহারাষ্ট্রের ১১টি, ওড়িশার চারটি, পশ্চিমবঙ্গের আটটি এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোট হচ্ছে।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ১ হাজার ৭১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯৬টি সংসদীয় আসনে মোট ৪ হাজার ২৬৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।সূত্র : হিন্দুস্তান টাইমস