৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ভারতে তীর্থযাত্রী বহনকারী চলন্ত বাসে আগুন, নিহত ৮

ভারতের হরিয়ানাতে কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে একটি বাসে আগুন লেগে ছয় নারীসহ আটজন তীর্থযাত্রী নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। ৬০ জন যাত্রী নিয়ে বাসটি উত্তরপ্রদেশের মথুরা-বৃন্দাবন থেকে ফিরছিল। নূহ শহরের কাছাকাছি আসলে বাসে আগুন ধরে যায়।

ইতিমধ্যে এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা গেছে, একটি ফ্লাইওভারের ওপর দাউদাউ করে জ্বলছে বাসটি। আগুন লাগার কারণ এখনও যান যায়নি।

বাসের ভুক্তভোগীরা জানান, শনিবার রাত দেড়টার দিকে বাসের পেছনে ধোঁয়ার গন্ধ পান তারা। একজন মোটরসাইকেল আরোহী বাসের পিছনে আগুন দেখতে পেয়ে চালককে সতর্ক করেন।

পরে বাসটিকে ওইভাবে জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কোনো লাভ হয়নি। পুলিশে খবর দেওয়া হলে দমকলের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

খবর এনডিটিভি।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
অক্টো ৯, ২০২৪
temperature icon 26°C
light rain
Humidity 86 %
Pressure 1011 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 95%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:01
Sunset Sunset: 17:44

⠀আরও দেখুন

Scroll to Top