১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ভারতের মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি

মিরর ডেস্ক : ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ইন্ডিয়া টুডে বলছে, ভারতের সংবিধানের ১৭৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাজ্য বিধানসভাগুলোকে তাদের শেষ অধিবেশনের ৬ মাসের মধ্যে আবার অধিবেশন আহ্বান করতে হবে। মণিপুরে শেষ বিধানসভা অধিবেশন বসেছিল গত বছরের ১২ আগস্ট। বুধবার পরবর্তী অধিবেশন আহ্বানের সময়সীমা ছিল। মণিপুরের রাজ্যপাল অজয় ​​ভাল্লা সোমবার থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশন বাতিল করেন।

এন বীরেন সিংয়ের পদত্যাগের আগে মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবনা-চিন্তা করছিল কংগ্রেস। ভোটাভুটি হলে বীরেন সরকারের পতনের সম্ভাবনা রয়েছে, এমনই আশঙ্কা ছিল। এ পরিস্থিতিতে বীরেনের পদত্যাগ ছাড়া কোনো গতি ছিল না। বৈঠকে তাকে সে কথা বলেও দেন অমিত শাহ।

গত দেড় বছরের বেশি সময় ধরে গোষ্ঠীগত সংঘর্ষে অশান্ত মণিপুর। এ পর্যন্ত কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছেন অনেকে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে বার বারই প্রশ্ন উঠেছে।

গত বছরের শেষ দিনে মণিপুরবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন বীরেন। সে সঙ্গে তিনি আশ্বাস দিয়েছিলেন, ২০২৫ সালে রাজ্যে স্বাভাবিকতা ফিরবে। ফেরাবেন তিনিই। অথচ সেই আশ্বাসের মাসখানেকের মাথায় পদত্যাগ করলেন বীরেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ১৭, ২০২৫
temperature icon 35°C
scattered clouds
Humidity 16 %
Pressure 1003 mb
Wind 15 mph
Wind Gust Wind Gust: 27 mph
Clouds Clouds: 29%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:12
Sunset Sunset: 18:14

⠀আরও দেখুন

Scroll to Top