২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ভারতের বিরুদ্ধে ‘অপমানজনক’ মন্তব্য, বরখাস্ত মালদ্বীপের ৩ মন্ত্রী

ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নেতিবাচক পোস্ট করে বরখাস্ত হয়েছেন মালদ্বীপের একাধিক মন্ত্রী। তারা মোদির লাক্ষাদীপ সফর নিয়ে অপমানসূচক মন্তব্য করেছিলেন।

মালদ্বীপ সরকার এক বিবৃতিতে বলেছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্টের বিষয়ে ভারত সরকারের অবস্থান সম্পর্কে একটি বিবৃতি জারি করেছে যা প্রতিবেশী ভারতকে অবমাননা করছে।’

বরখাস্ত করা ব্যক্তিদের নাম প্রকাশ না করে বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারি পদে থাকাকালীন যারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট করেছেন তাদের এখন তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মন্ত্রী মরিয়ম শিউনা, মালশা ও হাসান জিহানকে বরখাস্ত করা হয়েছে।

এই মন্ত্রীরা ও মালদ্বীপের কিছুনরেন্দ্র মোদি সম্প্রতি লাক্ষাদীপ সফরের কিছু ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। এ নিয়েই নেতিবাচক মন্তব্য করেন ওই মন্ত্রীরা।

মালদ্বীপ সরকার আগের দিন এই মন্তব্যগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল এবং বলেছিল, মতামতগুলো ‘ব্যক্তিগত ও সরকারের মতামতের প্রতিনিধিত্ব করে না’। দেশের বেশ কয়েকজন বিরোধী নেতা কঠিন ভাষায় এর নিন্দা করার পর পদক্ষেপটি নেওয়া হয়েছে।

খবর এনডিটিভির।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ২২, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 56 %
Pressure 1011 mb
Wind 2 mph
Wind Gust Wind Gust: 2 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:52
Sunset Sunset: 17:41

⠀আরও দেখুন

Scroll to Top