১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

মিরর ডেস্ক : কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ছিল। যা বাড়তে বাড়তে ২০৫০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। এ ধাতুর দর কিছুটা ভাটা পড়েছে আজ মঙ্গলবার।

এদিন স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০৪১ ডলার ০৯ সেন্টে। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৪৫ ডলারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা চলতি সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ এ বৈঠকে জানানো হবে, চলমান ২০২৪ সালে সুদের হার বাড়বে না কমবে। সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

স্বর্ণে বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছে বিনিয়োগকারীরা। আর এতেই গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমেছে। এই প্রেক্ষাপটে ইউএস ডলারের মান বেড়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান অ্যাক্টিভ ট্রেডসের জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ‘ইতোমধ্যে ডলার শক্তিশালী হয়েছে। এতেই স্বর্ণের দরপতন ঘটেছে।’খবর রয়টার্সের।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১২, ২০২৪
temperature icon 21°C
clear sky
Humidity 37 %
Pressure 1016 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 4 mph
Clouds Clouds: 5%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:16

⠀আরও দেখুন

Scroll to Top