২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

মিরর ডেস্ক : দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডান। শনিবার এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেছেন তারা। মার্কিন বার্তাসংস্থা্ এপি এ খবর জানিয়েছে।

শনিবার নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি উপকূলীয় এলাকায় জেসিন্ডা ও গেফোর্ডের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানটি দেশটির রাজধানী ওয়েলিংটন থেকে প্রায় ৩২৫ কিলোমিটার দূরে অবস্থিত। তাদের বিয়েতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবসহ ৫০ থেকে ৭৫ জন অতিথি ছিলেন। নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, অতিথিদের মধ্যে প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ও বিরোধীদলীয় নেতাও উপস্থিত ছিলেন।

২০১৯ সালের মে মাসে বাগদান সম্পন্ন করেন জেসিন্ডা আরর্ডান ও ক্লার্ক গেফোর্ড। এরপর ২০২২ সালের শুরুর দিকে বিয়ে করার কথা ছিল তাদের। কিন্তু বাধা হয়ে দাঁড়ায়  করোনা। সেই কারণে বিয়ে পিছিয়ে দেন নিউজিল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২০, ২০২৫
temperature icon 26°C
scattered clouds
Humidity 67 %
Pressure 1006 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 7 mph
Clouds Clouds: 40%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:38
Sunset Sunset: 18:30

⠀আরও দেখুন

Scroll to Top