১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

পরিস্থিতি অসহনীয় হয়ে উঠছে, নেতানিয়াহুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় বেশ কিছু ত্রাণকর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে ব্রিটিশ তিন নাগরিকও রয়েছেন। এতে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে।

এ ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এসময় নেতানিয়াহুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন তিনি আতঙ্কিত।

ত্রাণ সরবরাহের ক্ষেত্রে যে কোনো ধরনের বিধিনিষেধ বন্ধে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাশা করে যুুক্তরাজ্য। এ সময় হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থায় সংস্কার করারও আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

গাজায় লাশের সারি দীর্ঘ হচ্ছে। সেখানে সংঘাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। কয়েক মাস ধরে চলা সংঘাতে গাজায় প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের একটি যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলার প্রথম চার মাসে গাজা উপত্যকায় অবকাঠামোর ক্ষতি হয়েছে ১৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। সূত্র: আল-জাজিরা

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ১৮, ২০২৫
temperature icon 16°C
few clouds
Humidity 59 %
Pressure 1017 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 8 mph
Clouds Clouds: 15%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:53
Sunset Sunset: 17:38

⠀আরও দেখুন

Scroll to Top