১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

নিজ মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমায় নিহত আফগান মন্ত্রী

মিরর ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন দেশটির শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি। বুধবার কাবুলের শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিহত মন্ত্রীর ভাতিজা আনাস হাক্কানি বলেন, আমরা অত্যন্ত সাহসী এক মুজাহিদ হারালাম। আমরা তাকে এবং তার ত্যাগ কখনো ভুলব না। তবে এই বিস্ফোরণের পেছনে কে বা কারা জড়িত ছিল তা বিস্তারিত জানা যায়নি।

এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, নিজ কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় তালিবান শরণার্থীবিষয়ক মন্ত্রী নিহত হয়েছেন।

নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে দেশটির সরকারি এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিসহ তার কয়েকজন সহকর্মী নিহত হয়েছেন।

আফগানিস্তানে তালিবানের দুই দশকের বিদ্রোহের সময় সবচেয়ে সহিংস কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক পরিচিত দেশটির সশস্ত্র সংগঠন হাক্কানি নেটওয়ার্ক। খলিল উর-রহমান হাক্কানির ভাই জালালউদ্দিন হাক্কানি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ১৩, ২০২৫
temperature icon 22°C
clear sky
Humidity 37 %
Pressure 1013 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:53
Sunset Sunset: 17:34

⠀আরও দেখুন

Scroll to Top