মিরর ডেস্ক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে চীন এবং ভারতের কয়েক হাজার সেনা। প্রয়োজন অনুযায়ী এসব সেনাকে বিভিন্ন দেশে শান্তিরক্ষার কাজে নিযুক্ত করে জাতিসংঘ। এর মধ্যে দুদেশের অনেক সেনাই মোতায়েন রয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদানে।
সম্প্রতি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ভারত ও চীনা সেনাদের মধ্যে একটি দড়ি টানাটানির ম্যাচ আয়োজন করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়, দুদেশের সেনাদের সেই টাগ অব ওয়ার প্রতিযোগিতায় বিজয়ী হয় ভারতীয় সেনারা। বিগত দিনে ভারত-চীন সীমান্তে দুই দেশের মধ্যে টানাপড়েনের জন্য সম্পর্ক শীতল হয়েছে দিল্লি-বেজিংয়ের। এরই মাঝে ভিনদেশে দুই দেশের সেনা কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিরক্ষার কাজে নিযুক্ত। তবে তার মাঝেও প্রতিযোগিতামূলক মনোভাব রয়ে গেছে তাদের মনে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, লাদাখে প্রায় ২০ দফায় সীমান্ত বিবাদ নিয়ে আলোচনা হয়েছে ভারত ও চীনের সামরিক কর্তাদের মধ্যে। তবে কোনো সমাধানসূত্র এখনো বেরিয়ে আসেনি। দুদেশ নিজেদের অবস্থানে অনড় থেকেছে।
প্রসঙ্গত, ২০২০ সালে লাদাখের গালওয়ানে ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। এরপর আরও দুবার চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের হাতাহাতি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের নভেম্বরের মধ্যে কোনো এক সময়ে এই সংঘর্ষ হয়।
তবে সম্প্রতি আয়োজিত এই দড়ি টানাটানির ম্যাচকে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা বলছেন অনেকেই।