২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

‘ত্রাণের অভাব ও অনাহার ফিলিস্তিনিদের মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে’

মিরর ডেস্ক : ত্রাণের অভাব ও অনাহারে গাজার অধিকাংশ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে বলে সতর্ক করছেন ডাক্তার থায়ের আহমদ। জানুয়ারিতে দক্ষিণ গাজার নাসের হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন তিনি। থায়ের বলেছেন, গত বছরের নভেম্বরের প্রথম দিকে গাজায় অপুষ্টির বৃদ্ধি নিয়ে সতর্ক করা হয়েছিল। জোর দেওয়া হয়েছিল জরুরি ত্রাণ প্রবেশের ওপর। এখন সেই পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে, সামান্য সর্দি বা পেটের অসুখের কারণে ফিলিস্তিনিদের মৃত্যু হতে পারে। শনিবার (১৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

ওয়াশিংটন থেকে আল-জাজিরার সঙ্গে কথা বলার সময় আহমাদ বলেছেন, ‘জানুয়ারিতে সেখানে যখন ছিলাম, আমরা দেখেছিলাম সাহায্যকারী ট্রাকগুলোকে গাজা উপত্যকায় প্রবেশ করানো এবং দুর্বল জনগোষ্ঠীর কাছে ত্রাণ পৌঁছানো কতটা কঠিন ছিল। সুতরাং এটি এমন একটি বিষয় যে সম্পর্কে অনেক এনজিও ও স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে চলেছেন।’

তিনি আরও বলেন, মানবিক সহায়তা বিতরণের সংকটকে আপনি অব্যাহত রাখতে পারেন না। একইসঙ্গে এমন আশা রাখতে পারেন না যে গাজাবাসী এর পরিণতি ভোগ করবে না।

তিনি বলেছিল, ‘জনসংখ্যার একটি অংশ খাদ্যের অভাবে মারা যাওয়ার পথে। বিশেষ করে আপনি শুধু অপুষ্টি ও পানিশূন্যতায় ভোগা মানুষদেরই দেখছেন—তবে তাদের যদি সাধারণ সর্দি বা কোনও ধরণের পেটের ভাইরাসও হয়, এই অঞ্চলের পরিস্থিতির কারণে তারা মারা যাবেন।’

এ বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, ‘মানুষ অনাহারে মরছে। আমরা এ নিয়ে কথা বলছি এবং আমরা উল্লেখযোগ্য সংখ্যক মানুষের কথা বলছি।’

এই সংকটের সমাধান নিয়ে আল-জাজিরার সঙ্গে কথা বলেছেন থায়ের। তার মতে, ‘সমাধানটি খুবই পরিষ্কার ও সহজ। সহায়তা দিন। খাবার দিন। পানি দিন। এবং সেটিই তো এখনও হচ্ছে না।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২৩, ২০২৫
temperature icon 29°C
clear sky
Humidity 14 %
Pressure 1001 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 4 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:35
Sunset Sunset: 18:31

⠀আরও দেখুন

Scroll to Top