মিরর ডেস্ক : ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে (ডিআরসি) একটি নৌকাডুবিতে ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বুধবার (১২ জুন) দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি এই হতাহতের সংখ্যা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, মাই-এনডম্বে প্রদেশের মুশি শহর থেকে ৭০ কিলোমিটার দূরে কওয়া নদীতে বুধবার এই দুর্ঘটনা ঘটে।
প্রদেশের গভর্নর রিটা বোলা দুলা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাতের যাত্রার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তদন্ত চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে দুর্ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
ডিআরসিতে প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা সচরাচর ঘটে। দেশটিতে বেশিরভাগ নৌযান নিয়মিত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করে।