মিরর ডেস্ক : গ্রিক দ্বীপ লেসবোসের উপকূল থেকে দুই অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) এজিয়ান সাগরের উত্তর-পূর্বে অবস্থিত এই দ্বীপ থেকে আরও ৩০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
উপকূলরক্ষী কর্মকর্তা বলেন, এজিয়ান সাগরের প্রবল বাতাসের মধ্যে নৌকায় করে লেসবোস দ্বীপে এসেছেন অভিবাসীরা। অভিবাসীদের দেওয়া তথ্য অনুসারে, প্রায় ৩৬ জন মানুষ এই নৌকায় ছিলেন। এদের মধ্যে কয়েকজন সমুদ্রে ঝাঁপ দিয়েছেন।
নিখোঁজ অভিবাসীদের অবস্থা জানিয়ে কর্মকর্তারা বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে উপকূলে বাকিদেরকে খুঁজছে কোস্টগার্ড ও পুলিশ ।
প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৫ সালে অভিবাসী সংকটের প্রথম সারিতে ছিল গ্রিস। ১০ লাখেরও বেশি মানুষ সমুদ্রপথে তুরস্ক থেকে এই ইউরোপীয় দেশে পাড়ি জমিয়েছেন। এদের বেশিরভাগই সিরিয়ান শরণার্থী।