১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

গাজায় ৬৫ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েল

মিরর ডেস্ক : যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় ৬৫ হাজার টন বোমা ফেলেছে দখলদার ইসরায়েল।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, যুদ্ধ শুরুর ৮৯ দিনে এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি বোমা ফেলেছে নিরীহ ফিলিস্তিনদের ওপর।

প্রতিবেদন অনুসারে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফেলা ওই বিস্ফোরণের ওজন ৬৫ হাজার টনেরও বেশি।

এদিকে গাজার মিডিয়া অফিস বলেছে, ‘বিমান হামলায় ইসরায়েল যে ক্ষেপণাস্ত্র ও দৈত্যাকার বোমা ফেলেছে এদের মধ্যে দুই হাজার পাউন্ড ওজনের বেশ কয়েকটি বিস্ফোরক ছিল।’

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের নিক্ষিপ্ত বিস্ফোরকের পরিমাণ জাপানের হিরোশিমা শহরে ফেলা তিনটি পারমাণবিক বোমার ওজন ও শক্তির চেয়েও বেশি।

তারা উল্লেখ করেছে, দখলদাররা ইচ্ছাকৃতভাবে নির্বিচারে ও অন্যায়ভাবে হত্যার জন্য লক্ষ্যবস্তু করতে এই ধরনের বোমার ব্যবহার করে, যা আন্তর্জাতিক আইন এবং বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

গাজার মিডিয়া অফিস তাদের বিবৃতিতে আরো জানান, বেসামরিক নাগরিক, শিশু ও নারীদের ওপর ইসরায়েলের এমন নির্বিচারে বোমাবর্ষণ আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। তাছাড়া, ইসরায়েলের এসব বোমার মধ্যে অন্তত ৯টি বোমা ও ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ১৭, ২০২৫
temperature icon 37°C
scattered clouds
Humidity 15 %
Pressure 1003 mb
Wind 19 mph
Wind Gust Wind Gust: 31 mph
Clouds Clouds: 25%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:12
Sunset Sunset: 18:14

⠀আরও দেখুন

Scroll to Top