মিরর ডেস্ক : গাজায় ইসরায়েলি আগ্রাসনের ছয় মাস হয়েছে। আগ্রাসনের আজ ১৮৪তম দিন। ইসরায়েলি বাহিনীর অবিরত হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ১৭৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায়ও ৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজার ৮৮৬ জন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই ছয় মাসে ৯ হাজার ২২০ জন নারীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুধু তাই না, ১৪ হাজার শিশু হত্যা করেছে তারা।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের ছয় মাস পূর্তিতে এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, আমরা একটি ভয়ানক মাইলফলকে পৌঁছেছি। এটি একটি লজ্জাজনক দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।
গাজায় আরও ইসরায়েলি আগ্রাসনের সম্ভাবনাকে ‘অসংবেদনশীল’ বলেছেন গ্রিফিথস।