মিরর ডেস্ক : ইরানের অভ্যন্তরে বেলুচি জঙ্গিদের লক্ষ্য করে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানি ভূখণ্ডে ইরানি হামলার দুই দিন পরই এই হামলা চালালো দেশটি। ইরানের ওই হামলায় পাকিস্তানি দুই শিশু এবং তিন মেয়ে নিহত হয়েছিল। এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম জিওটিভি জানিয়েছে, বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানে হামলার ব্ষিয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সকালে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানাগুলো লক্ষ্যবস্তু করে পাকিস্তান নিখুঁত সামরিক হামলা চালিয়েছে।’
ইরানি মিডিয়ার বরাতে রয়টার্স জানিয়েছে, দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে পাকিস্তানের কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ৪ শিশুসহ তিন নারী নিহত হয়েছেন। তবে তাদের কেউই ইরানি নাগরিক নন।