৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মাদক সেবনের জন্য টাকা না দেয়ায় মাদকাসক্ত কাউছার হোসেন (৩০) তার মা কিরণ বেগমকে (৪৭) দা দিয়ে কু-পিয়ে হত্যা করেছে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ জানুয়ারি) রাত ৭ টায় সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের আব্দুল গণি মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত কিরণ বেগম ওই বাড়ির সৌদি আরব ফেরত আবুল খায়েরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাউছার মাদকসেবী। মাদক থেকে ফিরে আসতে তাকে রিহাবেও রাখা হয়েছিল। কিন্তু সে ভালো হয়নি। কোন কাজকর্মও করতো না। মাদকের টাকার জন্য প্রায়ই তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। ঘটনার সময়ও মাদকের টাকার জন্য কাউছার তার মা কিরণ বেগমের সঙ্গে ঝগড়া করে। একপর্যায়ে কাউছার তার মাকে দা দিয়ে এলোপাতাড়ি কু-পিয়ে জখম করে। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিলো না।

পরে কাউছার বাড়ির সামনের রাস্তায় গিয়ে সবাইকে বলে তার মাকে কে বা কারা কু-পিয়ে ফেলে রেখে গেছে। পরে স্থানীয়রা ঘরে গিয়ে কিরণ বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দালাল বাজার এলাকায় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগীতায় ঘাতককে আটক করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

⠀শেয়ার করুন

⠀আরও দেখুন

Scroll to Top