৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

রেকর্ড গড়ে বড় পতনে সোনা

অর্থনীতি রিপোর্ট : সর্বোচ্চ দামের রেকর্ড গড়ার পরেই বিশ্ববাজারে বড় দরপতনের মধ্যে পড়েছে সোনা। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম ৮০ ডলারের ওপর কমেছে। এমন বড় দরপতন হওয়ার আগে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি করে দামি এই ধাতু।

গত সপ্তাহের আগের সপ্তাহে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ৪০০ ডলারের ওপরে উঠে যায়। গত সপ্তাহের প্রথম কার্যদিবসেই সোনার দাম বাড়ার প্রবণতা দেখা যায়। এতে একপর্যায়ে প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ৪৪৯ দশমিক ৬০ ডলারে উঠে যায়। এরপর থেকেই ধারাবাহিকভাবে সোনার দাম কমেছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৭ টাকা কমিয়ে এক লাখ ১৩ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অবশ্য সোনার গহনা কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হচ্ছে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর পাঁচ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হচ্ছে ন্যূনতম ছয় শতাংশ। ফলে এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের এক লাখ ৩১ হাজার ৪৯১ টাকা গুনতে হচ্ছে।

এদিকে গত এক সপ্তাহ বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৮০ দশমিক ৮৫ ডলার বা তিন দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার প্রতি আউন্স সোনার দাম এক দশমিক ৪২ ডলার বা দশমিক শূন্য ছয় শতাংশ কমেছে।

সপ্তাহের শেষদিনে দাম কিছুটা বাড়লেও সপ্তাহের ব্যবধানে বড় পতন হওয়ায বর্তমানে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে দুই হাজার ৩৩৩ দশমিক ৪০ ডলার। গত সপ্তাহের লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স সোনার দাম ছিল দুই হাজার ৪১৪ দশমিক ২৫ ডলার।

সোনার পাশাপাশি গত সপ্তাহে রুপা ও প্লাটিনামের দামেও বড় পতন হয়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স রুপার দাম কমেছে তিন দশমিক ৬৫ শতাংশ। এতে সপ্তাহ শেষে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৪ ডলার। অপরদিকে প্লাটিনামের দাম কমেছে পাঁচ দশমিক ৪৬ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে এক হাজার ৩৪ দশমিক ৭০ ডলার।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ৮, ২০২৫
temperature icon 20°C
clear sky
Humidity 27 %
Pressure 1013 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 4 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:45
Sunset Sunset: 17:53

⠀আরও দেখুন

Scroll to Top