১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

নতুন ‘সুইফট’ আনল মারুতি সুজুকি, দাম ও বিশেষত্ব কী জানেন?

অর্থনীতি রিপোর্ট : ভারতের বাজারে লঞ্চ হলো চতুর্থ প্রজন্মের মারুতি সুজুকি সুইফট। আগের মডেলের তুলনায় ভালো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে নতুন সুইফটে। এই গাড়িতে আগের মডেলের তুলনায় আরও ভালোমানের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। অবশ্য নতুন মারুতি হ্যাচব্যাকের দাম কিছুটা বেশি।

কত টাকা দাম রাখা হয়েছে

ভারতীয় রুপিতে নতুন সুইফট এলএক্সআই এমটি’র দাম ৬.৪৯ লাখ, ভিএক্সআই এমটি’র দাম সাড়ে সাত লাখ, ভিএক্সআই এএমটি’র ৭.৮০ লাখ, ভিএক্সআই (০) এমটি’র দাম ৭.৫৭ লাখ, ভিএক্সআই (০) এএমটি’র দাম ৮.৭ লাখ, জেডএক্সআই এমটি’র দাম ৮.৩০ লাখ, জেডএক্সআই এএমটি’র দাম ৮.৮০ লাখ, জেডএক্সআই+এমটি’র দাম ৯ লাখ এবং জেডএক্সআই এমটির+এএমটি’র দাম সাড়ে ৯ লাখ টাকা। যেখানে ডুয়াল টোনের জন্য অতিরিক্ত ১৫ হাজার টাকা দিতে হবে।

কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা

সুইফটের প্রধান প্রতিযোগী টাটা থিয়াগো এবং হুনদাই গ্র্যান্ড আই১০ এনআইওএস’র দাম যথাক্রমে ৫.৬৫ লাখ ও ৫.৯২ লাখ টাকা থেকে শুরু হয়। যেখানে নতুন সুইফটের দাম কিছুটা বেশি। যেখানে টাটা ও হুনদাইয়ের এই হ্যাচব্যাকগুলোর রেঞ্জ-টপিং পেট্রোল-অটোমেটিক সংস্করণগুলোর দাম যথাক্রমে ৭.৯৫ লাখ ও ৮.৫৬ লাখ টাকা রাখা হয়েছে। যা নতুন রেঞ্জ-টপিং সুইফ্ট ভেরিয়েন্টের তুলনায় অনেক কম।

কেমন দেখতে, কোন কোন রঙের গাড়ি

নতুন মারুতি সুজুকি সুইফট তিনটি ডুয়েল-টোন পেইন্ট এবং দুটি নতুন নীল ও লাল রংসহ নয়টি রঙের পাওয়া যাচ্ছে। মারুতি সুইফটের সঙ্গে রেসিং রোডস্টার ও থ্রিল চেজার আনুষঙ্গিক প্যাকেজও অফার করছে। রেসিং রোডস্টারে বাইরে ও ভেতরে স্পোর্টি কসমেটিক পরিবর্তন কারা হয়েছে। অন্যদিকে, মারুতি থ্রিল চেজারের বাহ্যিক ও আকর্ষণীয় অভ্যন্তরীণ স্টাইলিংয়ে পরিবর্তন করেছে। নতুন মারুতি সুইফট অত্যাধুনিক এবং আরও ভালো বৈশিষ্ট্যের।

কেবিন ও বৈশিষ্ট্য

নতুন সুইফটের কেবিন আগের থেকে আরও বেশি প্রিমিয়াম দেখাচ্ছে। এতে একটি বড় ‘ফ্লোটিং’ ৯ ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন রয়েছে, যা নতুন টেক্সচারড ড্যাশবোর্ডের মাঝে বসানো হয়েছে। আসনগুলো জুড়ে নতুন ফ্যাব্রিক, সেন্ট্রাল এয়ার-কন ভেন্ট, নতুন এইচভিএসি সুইচগিয়ার এবং একটি ৪.২ ইঞ্চি ডিজিটাল এমআইডিসহ একটি আপডেট করা অ্যানালগ ক্লাস্টার দিয়েছে কোম্পানি।

এন্ট্রি-লেভেল সুইফট এলএক্সআইয়ে এবার আরও বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে রয়েছে ৬টি এয়ারব্যাগ, আইএসওএফআইএক্স অ্যাঙ্কর, রিয়ার পার্কিং সেন্সর, ইসিডি ও ইএসসিসহ এবিএসের মতো স্ট্যান্ডার্ড নিরাপত্তা কিট। হিল স্টার্ট অ্যাসিস্ট শুধুমাত্র অটোমেটিক ভেরিয়েন্টের সঙ্গে পাওয়া যাবে।

নতুন ইঞ্জিন ও মাইলেজ

নতুন জেড১২ই ইঞ্জিন পুরোনো কে১২ ইউনিট থাকায় সুইফট ভারতের অন্যতম জ্বালানি সাশ্রয়ী হ্যাচব্যাক। এটি ১.২ লিটার, ৩ সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন থেকে ২৪.৮ কিলোমিটার থেকে ২৫.৭ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে।

কতটা শক্তিশালী ইঞ্জিন

নতুন সুইফটের নতুন ১.২ লিটার জেড সিরিজের ইঞ্জিনটি ৫ স্পিড ম্যানুয়াল এবং ৫ স্পিড এএমটি গিয়ারবক্স বিকল্পগুলোর সঙ্গে পাওয়া যায়। যা ৮২এইচপি ও ১১২এনএম’র আউটপুট তৈরি করে, যা বর্তমান সুইফটের থেকে ৮এইচপি ও ১এনএম কম। মারুতি আরও দাবি করেছে, নতুন সুইফট ১২ শতাংশ পর্যন্ত কম কার্বন নির্গমন করে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১২, ২০২৪
temperature icon 22°C
clear sky
Humidity 37 %
Pressure 1014 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 4%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:16

⠀আরও দেখুন

Scroll to Top