১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

আইইবি স্বর্ণপদক পেলেন এনার্জিপ্যাক চেয়ারম্যান

অর্থনীতি রিপোর্ট : এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির চেয়ারম্যান এবং এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডিরেক্টর ও সিইও ইঞ্জিনিয়ার রবিউল আলম (সিআইপি) সম্প্রতি আইইবি স্বর্ণপদক ২০২৩ অর্জন করেছেন। গবেষণা, প্রকৌশল খাত এবং জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মর্যাদাপূর্ণ এ সম্মাননা দেওয়া হয়েছে।

গত ১১ মে রাজধানীতে আইইবির ৬১তম কনভেনশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক ও সনদ গ্রহণ করেন তিনি।

ইঞ্জিনিয়ার রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এনার্জিপ্যাক উদ্ভাবনী সমাধান নিয়ে আসতে সচেষ্ট থাকবে এবং টেকসই উপায় অবলম্বন করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সাহায্য করবে।

এনার্জিপ্যাক দেশের হালকা প্রকৌশল শিল্পে অবদান রেখে চলেছে। যেখানে নেতৃত্ব ও দিকনির্দেশনা দিচ্ছেন ইঞ্জিনিয়ার রবিউল। দেশের উন্নয়ন অভিযাত্রায় সক্রিয় অংশগ্রহণের জন্য এর আগে তিনি সিআইপি নির্বাচিত হন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১১, ২০২৪
temperature icon 15°C
scattered clouds
Humidity 48 %
Pressure 1015 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 3 mph
Clouds Clouds: 47%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:15

⠀আরও দেখুন

Scroll to Top